বিশ্ব আলজাইমারস দিবসে সকলকে সুস্থ থাকার বার্তা দিয়ে টুইট মুখ্যমন্ত্রীর

0
2

আজ বিশ্ব আলজাইমার দিবস। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, গত কয়েকবছরে বিশ্ব জুড়ে ডিমেনশিয়া বা স্মৃতিভ্রংশ রোগের প্রকোপ দিনে দিনে বাড়ছে। এই রোগমুক্তির উপায় নিয়ে প্রতিনিয়ত গবেষণা চালিয়ে যাচ্ছেন চিকিৎসকেরা।তাই আজকের দিনে বিশ্ববাসীকে সুস্থ থাকার বার্তা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের সোশ্যাল মিডিয়াতে একটি টুইট করে তিনি বলেন, এই রোগের মোকাবিলা করতে সকল প্রাইভেট সংস্থা ও এনজিওকে এগিয়ে আসতে হবে। সকলকে একত্রিত হয়ে এই রোগ নির্মূল করার অনুরোধ জানান তিনি।

ডিমেনশিয়া মস্তিষ্কের এক ধরনের রোগ যেটা হলে মানুষ কিছু মনে রাখতে পারেন না। এমনকি এই রোগের জন্য একটু আগেই করা কাজ ভুলে যায় অনেকে।বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক প্রতিবেদনে এই নিয়ে জানান হয়েছিল, বিশ্বে ৫০ মিলিয়নের বেশি মানুষ আলঝেইমারস রোগে আক্রান্ত। ২০৫০ সাল নাগাদ এই রোগ ১৫ কোটি ছাড়াবে। প্রতি সেকেন্ডে নতুন করে ৬৮ জন এবং ৬৫ বছরের বেশি বয়সী প্রতি নয়জনে একজন করে এই রোগে আক্রান্ত হচ্ছেন।

advt 19