এবার রাশিয়ার বিশ্ববিদ্যালয়ে বন্দুকবাজের হামলা, নিহত ৮ আহত ৬

0
1

সোমবার সকালেই সাইবেরিয়ার পার্ম বিশ্ববিদ্যালয়ে হামলা চালায় এক বন্দুকবাজ। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতরে ঢুকেই পড়ুয়াদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে ওই বন্দুকবাজ। এই হামলায় ৮ জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন বেশ কয়েকজন। আহতদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। তাই মৃতের সংখ্যা বাড়তে পারে বলে পুলিশের আশঙ্কা।

সকাল ১১টা নাগাদ আচমকাই বছর আঠারোর ওই বন্দুকবাজ বিশ্ববিদ্যালয় চত্বরে ঢুকে পড়ে। এরপরেই পড়ুয়াদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। প্রাণ বাঁচাতে শিক্ষক ও পড়ুয়ারা ক্লাসরুমের ভিতরে ঢুকে পড়ে। ভিতর থেকে বন্ধ করে-দেওয়া ক্লাসরুমেও ঢোকার চেষ্টা করে ওই বন্দুকবাজ। ভয়ে পেয়ে বেশ কিছু পড়ুয়া জানলা দিয়েও ঝাঁপ দেয়।

রাশিয়ার সংবাদমাধ্যম জানিয়েছে, পুলিশ ওই বন্দুকবাজকে আটক করেছে। তাঁর কাছ থেকে একটি বন্দুক উদ্ধার করা হয়েছে। অভিযুক্তের পরিচয় এখনও জানা না গেলেও তাঁর বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে বলেই পুলিশের অনুমান। ভিডিওতে দেখা গিয়েছে, রাস্তার ধারে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে পড়ুয়ারা। তাদের সাহায্য করছে বাকি পড়ুয়ারা। অন্য একটি ভিডিওতে দেখা যাচ্ছে, গুলির শব্দ শুনতেই পড়ুয়ারা জানলা খুলে সেখান থেকে ঝাঁপ দিচ্ছে। কেন হামলা তার কারণ জানা যায়নি।

আরও পড়ুন- “এবার আমার পাঠানো বর্ণপরিচয় ওনার কাজে আসবে”, দিলীপকে ফের খোঁচা বাবুলের

advt 19