গরুর দুধে সোনা”, দিলীপের মন্তব্যকে সমর্থন সুকান্তর

0
3

বিজেপির (BJP) রাজ্য সভাপতির পদ থেকে দিলীপ ঘোষকে (Dilip Ghosh) আচমকা সরিয়ে দেওয়া নিয়ে দলের অন্দরে যাই সমীকরণ হোক না কেন, তাঁর উত্তরসূরি সুকান্ত মজুমদার (Sukanta Majumder) আপাতত তাঁর পথেই হাঁটছেন। দিলীপকে সদ্য রাজ্য সভাপতির পদ পেয়েছেন সুকান্ত। কিন্তু পূর্বসূরীর চেয়ারে বসেই তাঁর বহুচর্চিত “গরুর দুধে সোনা’’ মন্তব্যে দিলীপের পাশেই দাঁড়ালেন সুকান্ত।

 

“গরুর দুধে সোনা’’ নিয়ে বালুরঘাটের সাংসদ পেশায় অধ্যাপক সুকান্ত মজুমদারের ব্যাখ্যা, বিষয়টি অনেকটাই বিজ্ঞানভিত্তিক। নতুন রাজ্য সভাপতির কথায়, “কোনও খাবারে লোহা আছে বলা হলে তা দিয়ে কি আপনি টিএমটি বার বানাবেন? তেমনই খাবারের মধ্যে সোনা রয়েছে মানে মলিকিউলারের কথা বলা হয়েছিল। দুধের সোনা বের করে কি আপনি গয়না বানাবেন? তবে বিজ্ঞানের পড়ুয়া না হলে এটা বোঝা কঠিন।”

advt 19