চলতি সপ্তাহের ২৪ সেপ্টেম্বর ওয়াশিংটনে ‘কোয়াড’ গোষ্ঠীভুক্ত দেশগুলির বৈঠক হবে। তাতে যোগ দিতে আমেরিকায় সফরে যাচ্ছেন মোদি। সব ঠিকঠাক থাকলে সে সময় প্রথম বার মুখোমুখি হবেন দুই রাষ্ট্রনেতা বাইডেন ও মোদি। চলতি বছরের জানুয়ারিতে আমেরিকার প্রেসিডেন্ট পদে আসীন হওয়ার পর বাইডেন এই প্রথম মোদির সঙ্গে মুখোমুখি বৈঠক করবেন।
অবশ্য এর আগে একাধিক ভার্চুয়াল বৈঠকে মিলিত হয়েছেন এই দুই রাষ্ট্রপ্রধান। চলতি বছরের মার্চে ‘কোয়াড’ গোষ্ঠীভুক্ত দেশগুলির প্রথম বৈঠক, এপ্রিলে জলবায়ু সম্মেলন বা জুনে জি-৭ গোষ্ঠীভুক্ত দেশের সম্মেলনেও দুই নেতার ভার্চুয়াল বৈঠক হয়েছে। আসলে বাইডেন ক্ষমতায় আসার পর এই প্রথম আমেরিকা সফর মোদির।
আরও পড়ুন- কোথাও যেন একটা সুর কাটছিল! অপসারিত হয়ে বিস্ফোরক দিলীপ
২০১৯ সালে বাইডেনের পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্পের আমলে ‘হাই়ডি মোদি’ অনুষ্ঠানে যোগ দিতে আমেরিকার হিউস্টনে গিয়েছিলেন তিনি। তবে আগামী ২৪ সেপ্টেম্বর ওয়াশিংটনে ‘কোয়াড’ গোষ্ঠীভুক্ত দেশগুলির বৈঠকের আয়োজন করেছেন বাইডেন। তাতেই সরাসরি দ্বিপাক্ষিক আলোচনায় বসবেন মোদি-বাইডেন।


































































































































