আইপিএলে অভিষেক বাংলার ঈশান পোড়েলের, প্রথম ম‍্যাচেই নিলেন একটি উইকেট

0
1

আইপিএলে( Ipl) অভিষেক হল বাংলার ঈশান পোড়েলের (Ishan Porel)। মঙ্গলবার রাজস্থান রয়‍্যালসের ( Rajasthan Royals)বিরুদ্ধে পাঞ্জাব কিংসের ( Punjab Kings) হয়ে অভিষেক ঘটল চুচুঁড়া ছেলের। আর অভিষেক ম‍্যাচেই নিলেন একটি উইকেট।

এ বছরের শুরুতেই বাংলার ঈশান পোড়েলকে নিলামে কিনেছিল পাঞ্জাব। কিন্তু শুরুতে সুযোগ না পেলেও, দ্বিতীয় পর্বে অবশেষে ভাগ‍্যের চাকা ঘুরল ঈশানের। ঈশানকে দলে নেওয়ার পরই কোচ অনিল কুম্বলে জানিয়েছিলেন, কোনও ম্যাচে যদি দলের আরেক বোলার মহম্মদ শামি খেলতে না পারলে সেই জায়গা পূরণ করার ক্ষমতা রয়েছে ঈশানের। কিন্তু মঙ্গলবার দেখা গেল, শামির সঙ্গেই খেলানো হচ্ছে ঈশানকে। অভিষেক ম্যাচে ৪ ওভার বল করে ৩৯ রান দিলেন তিনি। তুলে নিলেন বিপক্ষের অধিনায়ক সঞ্জু স্যামসনকে।

আরও পড়ুন:‘নাসাফকে হারানোর মত শক্তি আমাদের আছে’: হাবাস