ফের পিছিয়ে গেল ভবানীপুর উপনির্বাচন মামলার শুনানি। এই মামলার দ্রুত শুনানি চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন মামলাকারীর আইনজীবী। কিন্তু আদালত তা অগ্রাহ্য করে জানিয়ে দেয় আগামী ২৩ সেপ্টেম্বর শুনানি হবে।
ভবানীপুরের উপনির্বাচন বন্ধ করতে মুখ্যসচিবের একটি চিঠির উল্লেখ করে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন এক আইনজীবী৷ তিনি বলেন, কেন রাজ্যের মুখ্যসচিব কেবলমাত্র একটি নির্দিষ্ট কেন্দ্রের জন্যই ভোট চাইলেন? মুখ্যসচিবের কি সেই এক্তিয়ার রয়েছে? মুখ্যসচিবের চিঠি বাতিলের আর্জি জানিয়ে মামলা হয় কলকাতা হাইকোর্টে। গত ১৩ সেপ্টেম্বর এই মামলার প্রথম শুনানি ছিল। সেদিন দ্রুত শুনানির আবেদন করেছিলেন মামলাকারীর আইনজীবী। কিন্তু তা খারিজ হয়ে যায়। ফের সোমবারও একই আর্জি করা হয়েছিল মামলাকারীর তরফে। এদিনও আদালত নিজের অবস্থানেই অনড় থাকে।
মামলাকারীর আর্জি অগ্রাহ্য করে জানিয়ে দেয় আগামী ২৩ সেপ্টেম্বর শুনানি হবে।
 
 
 

 
 

 
 
 
 
 




























































































































