ভোট পরবর্তী হিংসা মামলায় সুপ্রিম কোর্টে চূড়ান্ত শুনানি ২৮ সেপ্টেম্বর

0
1

ভোট পরবর্তী হিংসা নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছিল রাজ্য। এই মামলার শুনানি ২৮ সেপ্টেম্বর পর্যন্ত পিছিয়ে গেল । সেদিনই চূড়ান্ত রায় দেবে সর্বোচ্চ আদালত।ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় সিবিআইয়ের তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিল রাজ্য সরকার। গত ১৯ অগাস্ট কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ সিবিআই তদন্তের নির্দেশ দেয়।  চলতি মাসের গোড়ায় সেই রায়কে চ্যালেঞ্জ করে সর্বোচ্চ আদালতের  দ্বারস্থ হয় রাজ্য।

আরও পড়ুন- অভিষেকের পদযাত্রায় বাধা: ত্রিপুরা সরকারকে অবস্থান জানানোর নির্দেশ হাইকোর্টের

বিচারপতি বিনীত সরন ও বিচারপরি অনিরুদ্ধ বসু উভয় পক্ষকেই নথিপত্র জমা দেওয়া  প্রাক-শুনানির সমস্ত প্রক্রিয়া আগামী শুক্রবারের মধ্যে সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছেন।

এই মামলায় হরিশ সালভে, মহেশ জেঠমালানির মতো সংশ্লিষ্ট পক্ষের কয়েকজন আইনজীবী ক্যাভিয়েটের শুনানিতে হাজির ছিলেন। সংক্ষিপ্ত শুনানিতে  আইনজীবী কপিল সিব্বল জানান যে, খুনের মামলাগুলির একটির শিকার জীবিত রয়েছেন।   বিচারপতি বসু জানতে চান, সিবিআই ও বিশেষ তদন্তকারী দল (সিট) তদন্ত, না অনুসন্ধান করছে।

প্রত্যুত্তরে সিব্বল  জানান যে, সিবিআইকে খুন ও ধর্ষণের মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। অন্য মামলাগুলির তদন্তভার এক বিচারপতির পর্যবেক্ষণে সিটকে দেওয়া হয়েছে। গত ১৩ সেপ্টেম্বরের শুনানিতে রাজ্যে জাতীয় মানবাধিকার কমিশনের নিযুক্ত কমিটির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছিল।

 

advt 19