অভিনেতা সোনু সুদের (Bollywood Actor Sonu Sood) ফাউন্ডেশনের আয়-ব্যয়ের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে আয়কর দফতর। আয়কর দফতরের (Income Tax) তরফে একটি বিবৃতি প্রকাশ করা জানানো হয়, ২০ কোটি টাকারও কিছু বেশি আয়কর ফাঁকি দিয়েছেন বলিউড অভিনেতা সোনু সুদ। এই সংক্রান্ত যাবতীয় তথ্য প্রমাণ জোগাড় করেছে আয়কর দফতর। এই ঘটনার পরই সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি প্রকাশ করেছেন সোনু সুদ।
নিজের বিবৃতিতে সোনু জানিয়েছেন “নিজের কথা সব সময় নিজেকে বলতে হয় না। সময় সব কিছু বলে দেয়। নিজের হৃদয় ও সমস্ত শক্তি দিয়ে এই দেশের মানুষের জন্য লড়ে যাব আমি। সেই শপথই নিয়েছি। আমার ফাউন্ডেশনের প্রত্যেকটি টাকা দুর্গত মানুষের সাহায্যের কাজে ব্যয় করা হয়। অসহায় মানুষের প্রাণ বাঁচানো হয় সেই অর্থে। যে সব ব্র্যান্ডের হয়ে আমি কাজ করি, তাদেরও বলেছি আমার পারিশ্রমিকের টাকা যেন অসহায় মানুষের স্বার্থে ব্যয় করে তারা।
আয়কর দফতর সূত্রে জানানো হয়েছে, ক্রাউড ফান্ডিং প্ল্যাটফর্মের মাধ্যমে নিজের এনজিও-র জন্য ২ কোটির কিছু বেশি টাকা তুলেছিলেন সোনু। যে টাকা সম্পূর্ণ হিসাব বহির্ভূত । যা কোনও ভাবেই আইনসঙ্গত নয়। আয়কর দফতরে লিখিত বক্তব্যে জানানো হয়েছে, অভিনেতা এবং তাঁর সহযোগীদের বিরুদ্ধে কর ফাঁকি দেওয়ার প্রমাণ পাওয়া গিয়েছে। সোনুর হিসাব বহির্ভূত আয় রয়েছে। ২০টি ভুয়ো এন্ট্রির সন্ধান পাওয়া গিয়েছে। কর ফাঁকি দেওয়ার জন্য ভুয়ো ঋণ নিয়েছিলেন সোনু। কোনও কোনও ব্যক্তি সোনুকে ক্যাশ টাকার বদলে চেকে টাকা দেওয়ার কথা স্বীকারও করে নিয়েছেন।













































































































































