জলপাইগুড়ি‌তে শিশুদের অসুস্থ হ‌ওয়ার সংখ্যা ক্রমশ‌ই বাড়ছে  

0
1

জলপাইগুড়ি‌তে শিশুদের অসুস্থ হ‌ওয়ার সংখ্যা ক্রমশ‌ই বাড়ছে। জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টেরসমস্যা নিয়ে সোমবারও ভর্তি হয়েছে বেশ কয়েকটি শিশু।‌সোমবার সকাল থেকেই জলপাইগুড়ি সদর হাসপাতালের আউটডোরে শিশুদের ভিড় লক্ষ্য করা গেছে। জানা গিয়েছে ৯৫ টি শিশু জলপাইগুড়ি সদর হাসপাতালে ভর্তি রয়েছে। আজ নতুন করে আরো ২২ জন ভর্তি হয়েছেন। ৭ জনের ছুটিও হয়েছে। পাশাপাশি তিনি আরো জানান এক শিশু ও মা করোনা আক্রান্ত হয়ে জলপাইগুড়ি নাইট শেল্টার কোভিট হাসপাতালে চিকিৎসাধীন। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান বিজয় চন্দ্র বর্মন।

advt 19