জলমগ্ন ভাঙড়ে অসহায় মানুষের পাশে মিমি, জুতো হাতে খালি পায়ে ঘুরলেন এলাকা

0
1

সমস্ত সমালোচনার জবাব দিয়ে অনেক আগেই অভিনেত্রী (Actresses) থেকে মানুষের নেত্রী হিসেবে নিজেকে প্রমাণ করেছেন যাদবপুরের (Jadavpur) তৃণমূল সাংসদ (TMC MP) মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। ঘূর্ণিঝড় আমফান (Amphan) বিধ্বস্ত এলাকা হোক কিংবা করোনার (Corona) দীর্ঘ লকডাউনে (Lockdown) মানুষের মুখে অন্ন তুলে দেওয়া, নিজে রাস্তায় নেমে অসহায়কে ভরসা জুগিয়েছেন মিমি। ফের সেই দৃশ্যে ধরা দিলেন সাংসদ-অভিনেত্রী। এবার প্রবল বর্ষণে জলবন্দি মানুষের কাছে পৌঁছতে জুতো হাতে নিয়ে কাদার উপর দিয়ে হাঁটতে শুরু করেন তৃণমূল সাংসদ।

অবিরাম বর্ষণে ভাসছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের (Bhangar) বিভিন্ন এলাকা। অনেক মানুষ ঘরছাড়া। যা দেখে নিজে ঘরে বসে থাকতে পারলেন না। দুর্যোগ উপেক্ষা করে সহকর্মীদের নিয়ে ছুটে গেলেন ভাঙড়। সোমবার বিকেলে বৃষ্টি মাথায় নিয়ে বানভাসি ভাঙড়ের বিস্তীর্ন এলাকায় পায়ে হেঁটে ঘুরলেন মিমি। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বললেন। প্রত্যেকের স্থায়ী সমাধানের প্রতিশ্রুতি দিলেন। এদিন ভোজেরহাট এলাকায় প্রথমে যান মিমি। শতাধিক মানুষ এবং শিশুদের হাতে শুকনো খাবার এবং ত্রিপল তুলে দেন যাদবপুরের সাংসদ। ভোজেরহাট থেকে মিমি যান প্রাণগঞ্জ পঞ্চায়েতের মরিচা গ্রামে। এরপর ব্যাওতা, চড়িশ্বর এবং পাইকান এলাকাও ঘুরে দেখেন তিনি।

আরও পড়ুন- আচমকা পদ থেকে সরানো হল দিলীপকে, বিজেপির নয়া রাজ্য সভাপতি সুকান্ত

তাঁর লোকসভার অন্তর্গত অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মিমি বলেন, ‘‘একটানা বৃষ্টিতে এখানকার মানুষ জলবন্দি হয়ে পড়েছেন। এরাই আমাকে লক্ষ লক্ষ ভোটে জিতিয়ে সংসদে পাঠিয়েছেন। তাই আর থাকতে পারলাম না। খবর পেয়েই শুকনো খাবার এবং ত্রিপল নিয়ে ছুটে এসেছি। সকলের অসুবিধার কথা শুনেছি। স্থানীয় নেতৃত্বের সঙ্গে আলোচনার মাধ্যমে সেই সমস্যা সমাধান করব।”

আরও পড়ুন- আচমকা পদ থেকে সরানো হল দিলীপকে, বিজেপির নয়া রাজ্য সভাপতি সুকান্ত

advt 19