গান্ধী জয়ন্তীতেই কংগ্রেসের হাত ধরবেন কানাইয়া কুমার-জিগ্নেশ মেভানি

0
3

আর কয়েকদিনের অপেক্ষা। আলোচনা হয়ে গিয়েছে চূড়ান্ত পর্যায়ে। সিদ্ধান্ত পাকা। সব ঠিকঠাক চললে আগামী ২ অক্টোবর গান্ধী জয়ন্তীর (Gandhi Birthday) দিন কংগ্রেসে (Congress) যোগ দিতে চলেছেন JNU-এর প্রাক্তন ছাত্রনেতা তথা CPI নেতা কানহাইয়া কুমার (Kanaiya Kumar)। একইসঙ্গে যোগ দেবেন গুজরাতের (Gujrat) বিজেপি (BJP) বিরোধী নির্দল বিধায়ক (MLA) জিগেনশ মেভানি (Jignesh Mevani) ২০২২ সালে বেশ কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচন আর ২০২৪ সালে লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে সর্বভারতীয়স্তরে তরুণ ব্রিগেডকেই কংগ্রেস।

আরও পড়ুন- আচমকা পদ থেকে সরানো হল দিলীপকে, বিজেপির নয়া রাজ্য সভাপতি সুকান্ত

২৮ সেপ্টেম্বর ভগৎ সিংয়ের জন্মদিনে কংগ্রেসে যোগ দেবেন বাম নেতা কানহাইয়া এবং গুজরাটের দলিত বিধায়ক জিগনেশ মেভানি। কিন্তু সেই যোগদান পর্ব একটু পিছিয়ে দেওয়া হয়েছে। জোরালো একটি সূত্র জানিয়েছে, ২ অক্টোবর গান্ধী জয়ন্তীতেই কংগ্রেসের হাত ধরবেন কট্টর মোদি বিরোধী এই দুই নেতা।

আরও পড়ুন- শীতলকুচি কাণ্ড: CID হাজিরা এড়ানোয় ৬ CISF জওয়ানের বিরুদ্ধে সমন আদালতের

advt 19