সারাদিনে টানা বৃষ্টিতে ভেসেছে কলকাতা । সর্বত্র যখন জল যন্ত্রণা নিয়ে আলোচনা তখন প্রচারে বেরিয়ে কামারহাটির বিধায়ক মদন মিত্র গানে গানে প্রচার মাতালেন । বিকেলে আকাশ একটু ধরতেই ভবানীপুরে দিদির হয়ে সোমবার প্রচারে বেরোন কালারফুল মদন । সঙ্গে ছিলেন সৌগত রায় ও শোভনদেব চট্টোপাধ্যায়।
ভবানীপুরে প্রচার সভায় মদন মিত্র সিপিএম ও বিজেপিকে বলা ভাল ধুয়ে দিলেন ।স্মরণ করিয়ে দিলেন, কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও। জ্যোতি বসুর জন্মদিনে বিধানসভায় সিপিএমের একজন বিধায়কও পৌঁছতে পারেননি কটাক্ষ মদনের। বিজেপি সময় আসছে, বিধানসভায় বাতি জ্বালানোর লোক পাবেনা । আসলে বিজেপির ক্যান্সার হয়ে গেছে ।
আরও পড়ুন- আচমকা পদ থেকে সরানো হল দিলীপকে, বিজেপির নয়া রাজ্য সভাপতি সুকান্ত
তিনি বলেন, টাইম ম্যাগাজিনে ১০০ জনের মধ্যে ১৭ নম্বরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম আছে । সারা ভারতবর্ষের কারও এই রেটিং নেই। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে মদন মিত্র বলেন, বাংলা হবে এবার দিল্লির ঘাঁটি।


































































































































