CBI এর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ

0
3

ভোট-পরবর্তী সন্ত্রাস মামলার তদন্তে CBI আইনি এক্তিয়ারের বাইরে গিয়ে কাজ করছে৷ CBI-য়ের এই ধরনের কাজ আদালত অবমাননাকর৷ এই অভিযোগ এনেে হাইকোর্টের দ্বারস্থ হন অক্ষয় কুমার সামন্ত নামে হাওড়ার এক বাসিন্দা।

অক্ষয়ের অভিযোগ, তাঁর বিরুদ্ধে কোনও খুন বা ধর্ষণের অভিযোগই নেই। তাঁর নামে থাকা অভিযোগের তদন্ত পুলিশ করেছে। জবানবন্দি নেওয়া হয়েছে। চার্জশিট পেশ হয়েছে। তার পরেও কেন তাঁকে CBI গ্রেফতার করলো ?

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সোমবার এই মামলার শুনানির শেষে জানিয়েছে, এই মুহূর্তে হাইকোর্ট এই মামলায় হস্তক্ষেপ করবে না। তবে আইন অনুযায়ী যে কোনও পদক্ষেপ করতে পারেন অক্ষয় কুমার সামন্ত।

advt 19