ভবানীপুর যেন মিনি ইন্ডিয়া, মঙ্গলবার থেকে একটানা প্রচারে খোদ মুখ্যমন্ত্রী  

0
3

জয় নিশ্চিত। আসল লক্ষ্য রেকর্ড মার্জিন। তাই আত্মতুষ্টির জায়গা নেই। নন্দীগ্রামে (Nandigram) চক্রান্ত, ষড়যন্ত্রের জবাব দিতে হবে “হোম গ্রাউন্ড” ভবানীপুরে (Bhawanipur)। ফলে ৩০ সেপ্টেম্বর আপাত-নিরীহ কোনও উপনির্বাচন (By Poll) নয়, ২০২৪-এর আগে ভবানীপুর যে মিনি ইন্ডিয়া (Mini India) সেটা স্পষ্ট করা।

নির্বাচনের নির্ঘন্ট প্রকাশের পর থেকেই দলনেত্রী তথা মুখ্যমন্ত্রীর (CM) সমর্থনে আসরে নেমে পড়েছে শাসক দল তৃণমূল (TMC)। মুখ্যমন্ত্রী নিজেও প্রশাসনিক কাজকর্মের ফাঁকে জনসংযোগ করছেন। আর আগামী কাল, মঙ্গলবার ২১ তারিখ থেকে টানা নির্বাচনী প্রচারে (Election Campaign) থাকবেন তিনি।

আরও পড়ুন- সুস্মিতার বিরুদ্ধে প্রার্থী দিচ্ছে না রাজ্যসভায় শক্তিতে ‘দুর্বল’ বিজেপি

মঙ্গলবার একবালপুরের ইব্রাহিম রোডে প্রচার করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগামী ২২ তারিখ তিনি প্রচার করবেন চেতলার অহীন্দ্র মঞ্চে, ২৩ তারিখ প্রচার করবেন চক্রবেড়িয়া নর্থ ও পদ্মপুকুর রোডের সংযোগস্থলে, ২৫ তারিখ তিনি সভা করবেন কলিন লেন ও শেক্সপিয়ার সরণি থানার সামনে। ২৬ তারিখ তিনি প্রচার শেষ করবেন নিজের পাড়ায় হরিশ মুখার্জি রোডে।

 

advt 19