এবার টিকাকরণে নতুন রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ। স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, রাজ্যের প্রাপ্তবয়স্কদের ৫০ শতাংশের কাছে কমপক্ষে টিকার একটি ডোজ পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। ১৮ দিনে ১ কোটি মানুষের কাছে ভ্যাকসিন পৌঁছে দিয়েছে পশ্চিমবঙ্গ প্রশাসন।
রাজ্য স্বাস্থ্য দফতর জানিয়েছে, ২০২১ সালের ১৬ জানুয়ারি পশ্চিমবঙ্গে করোনার টিকাকরণ শুরু হয়। এদিন থেকে গত ৩০ এপ্রিল পর্যন্ত ১ কোটি মানুষের কাছে টিকা পৌঁছে দেওয়া সম্ভব হয়েছিল। এরপর ২৩ জুনের মধ্যে টিকা পেয়েছিলেন ২ কোটি মানুষ। ২ অগাস্ট সেই সংখ্যাটা ৩ কোটি স্পর্শ করে এবং ৩১ অগাস্ট তা ৪ কোটিতে পৌঁছয়। এদিকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে মোট করোনা টিকা পেয়েছেন ৫ কোটি ৫ লাখ ৫৯ হাজার ১৭৬ জন।
আরও পড়ুন- এবার বিধায়ক হিরণের প্রশ্নের মুখে দিলীপ ঘোষ! তবে কি ফের দলবদল?
শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজ্যে টিকা পেয়েছেন ১১ লাখ ৫ হাজার মানুষ। রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয় রাজ্যের প্রাপ্তবয়স্কদের ৫০ শতাংশের কাছে কোভিড টিকার কমপক্ষে একটি ডোজ পৌঁছে গিয়েছে। উৎসবের আগে টিকাকরণে নজির গড়েছে রাজ্য।
রাজ্যে কোভিড গ্রাফ অনেকটাই নিয়ন্ত্রণে। এই পরিস্থিতিতে গ্রামাঞ্চলের সিংহভাগ মানুষের টিকাকরণ হলে তবেই চালানো হবে লোকাল ট্রেন, এমনটাই জানিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে রাজ্যের টিকাকরণের এই গতি অত্যন্ত সুখবর বয়ে আনতে পারে সাধারণ মানুষের জন্য।


































































































































