এ রাজ্যের পড়ুয়াদের উচ্চশিক্ষার জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড (Student Cerdit Card) চালু করেছে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সরকার। কিন্তু নবান্নে (Nabanna) ভুরি ভুরি অভিযোগ, স্টুডেন্ট ক্রেডিট কার্ড থাকা সত্ত্বেও একাধিক ব্যাঙ্ক ঋণ দিতে অস্বীকার করছে, বিশেষ করে বেসরকারি ব্যাঙ্কগুলি। এমন অভিযোগ পাওয়ার পর রাজ্যের মুখ্যসচিব (Chief Secretary) হরিকৃষ্ণ দ্বিবেদী (H K Drevedi) সংশ্লিষ্ট ব্যাঙ্কগুলিকে কার্যত হুঁশিয়ারি দেন। ব্যাঙ্কগুলির সম্পর্ক ছিন্ন করার কথা বলেন।
এরপরই নড়েচড়ে বসল বিভিন্ন ব্যাঙ্ক কর্তৃপক্ষ। স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে রাজ্যের বিভিন্ন ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।মুখ্যসচিবকে হরিকৃষ্ণ ব্যাঙ্কগুলি জানিয়েছে, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের বিষয়টি নিয়ে আগামী ১৫-২০ দিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে। কারণ, এই সিদ্ধান্ত নেওয়ার জন্য ব্যাঙ্কগুলি সংশ্লিষ্ট প্রস্তাব বোর্ডে পাঠিয়েছে।































































































































