গোষ্ঠী কোন্দলে জর্জরিত কংগ্রেস(Congress) দীর্ঘ বছর ধরে সভাপতি বিহীন। এই অবস্থায় দেশজুড়ে কংগ্রেসের উন্নতির বদলে রক্তক্ষরণ হয়েছে বেশি। দলের একাংশ বারবার সভাপতি নির্বাচনের দাবি জানালেও তা আর হয়ে ওঠেনি। এই পরিস্থিতিতে ফের একবার দলে সভাপতির দাবিতে সরব হতে দেখা গেল সাংসদ শশী থারুরকে(Shashi Thakur)। তিনি স্পষ্ট ভাবে জানালেন সাংগঠনিক দিক থেকে দলকে মজবুত করতে হলে অবিলম্বে দলীয় সভাপতি নির্বাচন করা জরুরি।
শনিবার সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কংগ্রেস সাংসদ শশী থারুর বলেন, সোনিয়া গান্ধী নেতৃত্ব দিচ্ছেন ঠিক আছে আমরা সকলেই বিষয়টিকে অভ্যর্থনা জানাচ্ছি। কিন্তু বহু মানুষ স্থায়ী সভাপতির জন্য দাবি তুলেছেন। গত দুবছর আমাদের কোনো স্থায়ী সভাপতি নেই। দলের সাংগঠনিক উন্নতিতে বাড়তি ইন্ধনের প্রয়োজন রয়েছে। আমরা সকলেই চাই কংগ্রেসে স্থায়ী সভাপতি হয়ে কেউ আসুক। সোনিয়া গান্ধীর বিরুদ্ধে কেউ কথা বলবে না। সোনিয়া গান্ধী এমন একজন নেত্রী যিনি দলকে ভীষণ ভালো নেতৃত্ব দিয়েছেন। কিন্তু এটাও সত্যি যে উনি এবার দায়িত্ব থেকে অব্যাহতি চাইছেন।
আরও পড়ুন:পাঞ্জাবের নয়া মুখ্যমন্ত্রী হিসেবে চরণজিৎ সিং চান্নির নাম ঘোষণা করল কংগ্রেস
তিনি আরো বলেন, যদি কংগ্রেস নেতা রাহুল গান্ধী পার্টির নেতৃত্বের ভূমিকায় ফিরে আসতে চান সে ক্ষেত্রে দ্রুত তাকে ফিরে আসতে হবে। তিনি জানান আমরা দেখেছি রাহুল গান্ধীর নেতৃত্বে এক নবরূপে সামনে এসেছিল কংগ্রেস। তখন সোনিয়া গান্ধী নিজের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। যদি রাহুল গান্ধী পুনরায় সভাপতি পদের আসতে ইচ্ছুক হন তাহলে যত দ্রুত সম্ভব আসা উচিত। তিনি আরো জানান, কংগ্রেস ২০২৪ সালে সরকার গড়ার লক্ষ্য নিয়ে এগিয়ে চলছে। দলীয় নেতৃত্ব লড়াইয়ের রণকৌশল তৈরি করেছে। কিন্তু এখনো পর্যন্ত যা করা হয়েছে তাতে যদি পরিবর্তন না আনা হয় তাহলে কেন ভোট দাতাদের মন বদলাবে কংগ্রেসের প্রতি।












































































































































