স্ত্রী ফেসবুক করায় সন্দেহের জেরে তাঁর গলা টিপে খুন করল স্বামী! ঘটনাটি কোন্নগর সূর্য্যসেন স্ট্রিট এলাকার।
রবিবার সকালে ঘর থেকে মৃতা পল্লবী দাসের (২৩) দেহ উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। অভিযোগ, স্ত্রী ফেসবুকে একাধিক ছেলের সঙ্গে কথা বলতেন সেই কারণে স্বামী রিন্টু দাস প্রতিদিন অশান্তি করত। রিন্টুর মা জানান, ওদের মধ্যে ফেসবুকের জন্য প্রতিদিন অসান্তি লেগেই থাকতো। রিন্টুর ভাই জানান, দাদা সব সময় বৌদিকে মারত, আমাদের উপর অত্যাচার করতো বলেই আমি ও মা বাড়ি ছেড়ে চলে যাই। বৌদি খুব ভালো মানুষ ছিল, জানি না কেন এইসব করলো দাদা।
আরও পড়ুন-বিজেপিতে ‘ক্লোজড চ্যাপ্টার’ বাবুল, বললেন শমীক ভট্টাচার্য
অভিযুক্ত রিন্টু পলাতক। পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে গিয়েছে।