এবার বিধায়ক হিরণের প্রশ্নের মুখে দিলীপ ঘোষ! তবে কি ফের দলবদল?

0
1

এবার নিজের দলের বিধায়কের প্রশ্নের মুখেই বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। খড়্গপুরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় প্রশ্ন তোলেন, ‘এইভাবে কি উন্নয়নের কাজ হয়?’

গতকালই বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়। ঠিক সেই সময়ে হঠাৎই  হিরণের এমন প্রশ্নে দলবদলের ইঙ্গিত দেখছেন রাজনৈতিক মহলের একাংশ। খড়্গপুরে তিনটি ওভার ব্রিজ তৈরি করছে কেন্দ্রীয় সরকার। ওই তিনটি ওভারব্রিজ পুজোর আগেই উদ্বোধন হবে এমনই ইঙ্গিত দিয়েছিলেন দিলীপ ঘোষ। তিনি প্রশংসা করেছেন খড়্গপুরের শাখার ডিআরএম-র কাজেরও।

আরও পড়ুন: ফের নারীদের উপর বৈষম্যমূলক আচরণ, কাবুলে স্কুলে বাদ পড়ল মেয়েরা

এদিন খড়্গপুরের বিজেপি বিধায়ক হিরণের বক্তব্য,”ভারতীয় রেলের সমালোচনা করব না। দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান। রেলমন্ত্রীও অত্যন্ত ভালো মানুষ। আমাকে বলেছেন, বাংলার ভালোর জন্য কাজ করতে চান।” তারপরই হিরণের অভিযোগ, ‘খড়গপুরে রেলের যে অফিসাররা ফুটব্রিজের কাজ করাচ্ছেন, তাঁরা শ্রমিকদের ন্যূনতম নিরাপত্তার ব্যবস্থা করছেন না। রেলের এতবড় কাজ চলছে, অথচ কোনও  ইঞ্জিনিয়ারের দেখা নেই! শ্রমিকদের মাথায় হেলমেট নেই। প্রতিদিন দুর্ঘটনা ঘটছে। কিছু দোকানদারকে উচ্ছেদ করা হয়েছে, আবার কয়েকজনকে রেখে দেওয়া হয়েছে। এইভাবে কি উন্নয়নের কাজ হয়?’

এরপরই হিরণকে ধন্যবাদ জানিয়ে বিজেপিকে খোঁচা দিয়েছেন, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সহ সভাধিপতি তথা তৃণমূল বিধায়ক অজিত মাইতি। তিনি বললেন, “ঢাল নেই, তলোয়ার নেই। নিধিরাম সর্দারের মতো কাজ করছে রেল। কোনও ইঞ্জিনিয়ার নেই, ভালো কোনও কিছু করার পরিকল্পনাও নেই। বিজেপির রাজ্য সভাপতি যেসব বাজে কথা বলেন, মানুষকে সঙ্গে নিয়ে তার প্রতিবাদ করেছেন বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়।”

advt 19