ইস্তফা দিয়েছেন ক্যাপ্টেন অমরিন্দর সিং(Amrinder Singh)। এই পরিস্থিতিতে গান্ধী পরিবারের ঘনিষ্ঠ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অম্বিকা সোনি(Ambika Soni)কে মুখ্যমন্ত্রী পদে বসাতে আগ্রহী ছিল হাই কমান্ড। তবে তিনি রাজি না হওয়ায় অবশেষে বিধায়ক চরণজিৎ সিং চান্নিকে মুখ্যমন্ত্রী পদে বসানোর সিদ্ধান্ত নিল কংগ্রেস।
আরও পড়ুন:২০১৪ সালে মোদি জনপ্রিয় ছিলেন, ২০২৪ সালে দিদি: বাবুল
কংগ্রেসের বিধায়ক দলের বৈঠকে চরণজিতের নামে সিলমোহর পড়ার পর পাঞ্জাব কংগ্রেসের নেতা হরিশ রাওয়াত আজই রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের জন্য রাজভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এদিকে মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেওয়ার পর এই পদের অন্যতম দাবিদার সুখজিন্দর বলেন, দলের শীর্ষ নেতৃত্ব যে সিদ্ধান্ত নিয়েছেন তাতে আমি অত্যন্ত খুশি। এবং আমি সকল বিধায়কদের কৃতজ্ঞ যারা আমায় সমর্থন করেছিলেন। চান্নি আমার ভাইয়ের মতো।