বিজেপি কর্মী অভিজিৎ সরকারের খুনের মামলায় ১২ জনের বিরুদ্ধে জারি গ্রেফতারি পরোয়ানা

0
3

ভোট-পরবর্তী অশান্তি নিয়ে একের পর এক গ্রেফতারি পরোয়ানা জারি করছে সিবিআই। আদালতে পেশ করছে চার্জশিট। এবার কাঁকুরগাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের ঘটনায় ১২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন।

জানা গিয়েছে, অভিযুক্তদের বাড়িতে গিয়ে গ্রেফতারি পরোয়ানা দিয়ে এসেছেন সিবিআই আধিকারিকরা। অফিসাররা তল্লাশি অভিযান চালিয়ে আসল অভিযুক্তদের খোঁজ পেয়েছেন। অভিজিতের পরিবারের সদস্যরা দাবি করেছেন, নারকেলডাঙা থানায় খুনের মামলা দায়ের হলেও তার সঠিক তদন্ত করা হয়নি।

আরও পড়ুন: এবার বিধায়ক হিরণের প্রশ্নের মুখে দিলীপ ঘোষ! তবে কি ফের দলবদল?

২ মে বিধানসভা ভোটের ফল প্রকাশের পরই খুন হন অভিজিৎ সরকার। প্রায় চার মাস তার মৃতদেহ মর্গেই পড়েছিল। তার পরিবারের সদস্যরা দাবি করেছিলেন, ওই দেহ অভিজিতের নয়। কিন্তু পরে ডিএনএ পরীক্ষা ও ময়নাতদন্তের রিপোর্ট থেকে জানা যায় ওই দেহ অভিজিৎ সরকারেরই। শিয়ালদহ আদালতের অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় বিচারকের এজলাসে সেই রিপোর্ট জমা করেন সিবিআই আধিকারিকরা। অবশেষে কিছুদিন আগে তার দেহ পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়।
advt 19