টিম হোটেল জন্মদিন পালন অশ্বিনের, ছবি শেয়ার মহম্মদ কাইফের

0
1

আজ থেকে শুরু হতে চলেছে আইপিএলের( Ipl) দ্বিতীয় পর্ব। প্রথম ম‍্যাচেই চেন্নাই সুপার কিংসের( chennai super kings) বিরুদ্ধে খেলতে নামবে মুম্বই ইন্ডিয়ান্স( mumbai indiance)। প্রস্তুতিতে ব‍্যস্ত সব ফ্রাঞ্চাইজি দল গুলো। এরই মাঝে দিল্লি ক্যাপিটালস দল তাদের অন্যতম সেরা ‘অস্ত্র’ তথা ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিনের জন্মদিন পালন করল টিম হোটেলেই। ৩৫ বছরে পা দিলেন অশ্বিন। আর টিম হোটেলে তার সেই জন্মদিন পালনের ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা হল দিল্লির পক্ষ থেকে।

অশ্বিনের জন্মদিনের সেলিব্রেশনের ছবি শেয়ার করলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার তথা দিল্লি দলের অন্যতম কোচিং স্টাফ মহম্মদ কাইফ। যেখানে দেখা যাচ্ছে কেক মেখে মুখ ঢাকা অশ্বিনের।

২২ তারিখ আইপিএলের দ্বিতীয় পর্বের সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে অভিযান শুরু করবে দিল্লি। তার আগে নিজেদের প্রস্তুতিতে ব‍্যস্থ ঋষভ পন্থের দল।

আরও পড়ুন:কোহলির আচরণে অসন্তুষ্ট দলের একাধিক ক্রিকেটার, বিসিসিআইয়ের কাছে অভিযোগ,: সূত্র