উড়ালপুলে বাইক রেখে সেখান থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী এক প্রৌঢ়।রবিবার সাতসকালে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মিলন মেলা গেটের সামনে মা উড়ালপুলে। আশঙ্কাজনক অবস্থায় ওই প্রৌঢ়কে নিয়ে যাওয়া হয় চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে খবর, সকাল পৌনে ৭টা নাগাদ থেকে ঝাঁপ দেন বছর ছাপান্নর প্রৌঢ়। কী কারণে এই ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রৌঢ়ের নাম প্রণব কুণ্ডু। শ্রীভূমি এলাকার বাসিন্দা তিনি। রবিবার সাতসকালেই পার্ক সার্কাসের দিক থেকে বাইক নিয়ে উড়ালপুলে ওঠেন। হঠাৎ সায়েন্স সিটির কাছে পরমা আইল্যান্ডের ওপর গাড়ি থামিয়ে সেখান থেকে ঝাঁপ দেন তিনি ।
দুর্ঘটনার খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছন ময়দান থানার পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় প্রৌঢ়কে হাসপাতালে ভর্তি করেন তাঁরা।নিহত ব্যক্তি রিয়েল এস্টেট ব্যবসায়ী ছিলেন। ব্যবসার কারণে আত্মঘাতী কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
