টি-২০ বিশ্বকাপের( t-20 world cup) পরেই ভারতীয় দলের ( india team)কোচের পদ থেকে সরে যাচ্ছেন রবি শাস্ত্রী( Ravi shastri)। শনিবার এক সাক্ষাৎকারে এমনটাই ইঙ্গিত দিলেন টিম ইন্ডিয়ার বতর্মান কোচ।

এদিন এক সাক্ষাৎকারে শাস্ত্রীকে জিজ্ঞেস করা হয় টি-২০ বিশ্বকাপই তাঁর দায়িত্ব শেষ কি না? এই উত্তরে বিরাটদের কোচ বলেন, “মনে হয় তাই, কারণ আমার সব পাওয়া হয়ে গিয়েছে।পাঁচ বছর টেস্ট ক্রিকেটে এক নম্বর। অস্ট্রেলিয়াতে দু’বার সিরিজ জয়। ইংল্যান্ডে লর্ডস এবং ওভালে টেস্ট জয়। আমার কাছে এগুলোই সব। আমি ভারতকে কোচিং করিয়ে তৃপ্ত।”
এরপাশাপাশি শাস্ত্রী আরও বলেন,” ভারতকে কোচিং করানোর সময় সব সময় মনে হয়েছে ব্রাজিল বা ইংল্যান্ডের ফুটবল দলকে কোচিং করাচ্ছি। সব সময় একটা বন্দুক তাক করা রয়েছে আমার দিকে। আমার মনে হয় কখনও এক জায়গায় বেশি দিন থাকা উচিত নয়। দলের থেকে যা চেয়েছি তার থেকে বেশিই পেয়েছি। ”
আরও পড়ুন:নোংরা জল কাদার মধ্যেই চলছে জাতীয় চ্যাম্পিয়নশিপের প্রতিযোগিতা,ভাইরাল ভিডিও









































































































































