বাজারে এল ‘শব্দবাণ’। শুধুমাত্র শব্দছক নিয়েই আস্ত একটা পত্রিকা। শনিবার দুপুরে মধ্য কলকাতার ক্যামাক স্ট্রিটে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে পথ চলা শুরু হল ত্রৈমাসিক ‘শব্দবাণ’-এর।
পত্রিকার আনুষ্ঠানিক প্রকাশ করলেন বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক কুণাল ঘোষ। বাংলা ভাষায় ‘শব্দবাণ’-ই হল প্রথম পত্রিকা। খুব শীঘ্রই এই পত্রিকা শব্দছক প্রিয় বাঙালির মনে জায়গা করে নেবে বলে সবাই আশা প্রকাশ করেন। পত্রিকা সম্পাদনার দায়িত্বে রয়েছেন শুভজ্যোতি রায়।
আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন ক্যাপ্টেন অমরিন্দর সিং, কংগ্রেস নেতাদের বিরুদ্ধে উগরে দিলেন ক্ষোভ
কুণাল ঘোষ বলেন, “অনেকের নেশা রয়েছে শব্দছকের সমাধান। এখন শব্দছক নিয়ে আস্ত একটা পত্রিকা। এইরকম অভিনব উদ্যোগের জন্য শুভজ্যোতিকে আমরা অভিনন্দন জানাচ্ছি।”