‘কারও জন্মদিন থাকায় টিকার বরাদ্দ আটকে ছিল’, প্রধানমন্ত্রীকে কটাক্ষ ফিরহাদের

0
4

শুক্রবার ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) ৭১ তম জন্মদিন। জন্মদিন পালন ইস্যুতে এবার প্রধানমন্ত্রীকে খোঁচা দিলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। শনিবার টিকাকরণ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে গত ১৩ সেপ্টেম্বর কলকাতা পুরসভায় কোভ্যাক্সিন টিকাকরণ বন্ধ রাখার কথা উঠে আসে। তার উত্তরে ফিরহাদ বলেন, বরাদ্দ কোভ্যাক্সিন না পাওয়ায় বন্ধ রাখতে হচ্ছে ওই টিকা দেওয়ার কাজ। নাম না করে মোদিকে কটাক্ষ করে ফিরহাদ বলেন, ‘কারও জন্মদিন পালনের জন্য টিকার বরাদ্দ আটকে দেওয়া হয়েছিল। কাল তাঁর জন্মদিন কেটে গিয়েছে, তাই আবার টিকা দেওয়া শুরু হয়েছে।’

তবে এখানেই থেমে থাকেননি ফিরহাদ। তিনি বলেন, ‘কারও জন্মদিন পালনে রেকর্ড টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছিল। সেই জন্মদিনে লক্ষ্যপূরণ করা হয়েছে বলেই দাবি করা হচ্ছে। কিন্তু কারও জন্মদিন নয়, লক্ষ্য হওয়া উচিত সব মানুষকে টিকা দেওয়া।’

আরও পড়ুন- সোমে দেখা নেত্রীর সঙ্গে, দল চাইলে ভবানীপুরে প্রচারে যাবেন: জানালেন বাবুল

advt 19