২০ কোটি টাকারও বেশি কর ফাঁকির অভিযোগ অভিনেতা সোনু সুদের বিরুদ্ধে

0
1

গত ৩ দিন ধরে অভিনেতা সোনু সুদের(Sonu Sood) মুম্বইয়ের(Mumbai) বাড়িসহ একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছিল আয়কর বিভাগ(Income Tax Department)। তল্লাশি অভিযানের পর শনিবার আয়কর দফতরের তরফে জানানো হলো ২০ কোটি টাকারও বেশি কর ফাঁকি দিয়েছেন সোনু সুদ ও তাঁর সহকর্মী।

দেশে ভয়াবহ করোনা পরিস্থিতি চলাকালীন পরিযায়ী শ্রমিকদের কাছে ‘মসিহা’ হয়ে উঠেছিলেন সোনু সুদ। আর সেই সোনু সুদের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ ওঠার পর স্বাভাবিকভাবেই গোটা দেশে চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে আয়কর দপ্তর তরফে জানানো হয়েছে, ২০ কোটি টাকার কর ফাঁকি দিয়েছেন অভিনেতা ও তাঁর সহকর্মীরা। আয়কর দফতরের দাবি, সোনু সুদের এনজিও-র তরফে বিদেশে থেকে প্রায় ২.১ কোটি টাকা অনুদান হিসাবে তোলা হয়েছে বিভিন্ন ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্মের মাধ্যমে, যা সরাসরি ফরেন কন্ট্রিবিউশন (রেগুলেশন) অ্যাক্টের লঙ্ঘন।

আরও পড়ুন:খোয়াই থানার নোটিশ, ভিত্তিহীন অভিযোগে হেনস্থার চেষ্টা দাবি কুণালের

উল্লেখ্য, গত বুধবার মুম্বইয়ে সোনু সুদের দফতরে অভিযান চালায় আয়কর দফতর, পরদিন তাঁর বাড়িতে তল্লাশি চালানো হয়। গত কয়েকদিনে অভিনেতার সঙ্গে যুক্ত মুম্বই, লখনউ, কানপুর, জয়পুর, দিল্লি এবং গুরুগ্রামের মোট ২৮টি জায়গায় একযোগে কয়েক ঘণ্টা ধরে অনুসন্ধান চালিয়েছেন ইনকাম ট্যাক্স আধিকারিকরা। এই তল্লাশি চলাকালীনই অভিনেতার বিরুদ্ধে কর ফাঁকি তথ্য-প্রমাণ হাতে এসেছে বলে দাবি করেছে আয়কর দফতর। প্রসঙ্গত, গত মাসের শেষেই অরবিন্দ কেজরিওয়াল সরকারের ব্র্যান্ড অ্যাম্বাসডর হিসেবে নিযুক্ত হয়েছিলেন ৪৮ বছর বয়সী এই অভিনেতা। দিল্লি সরকারের পক্ষ থেকে তাঁকে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মেন্টরশিপ প্রোগ্রামের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করা হয়েছিল। এর দিন কয়েকের মধ্যেই সোনুর অফিস ও বাড়িতে হানা দিল আয়কর দফতরের আধিকারিকরা।

advt 19