গতকালই নিজের সোশ্যাল মিডিয়ায় বিরাট কোহলি ( Virat kohli) জানিয়ে দেন, টি-২০ বিশ্বকাপের( t-20 world cup) পর ২০ ওভারের ক্রিকেটের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াবেন তিনি। আর এই সিদ্ধান্তকে সমর্থন করলেন বিরাট কোহলির স্ত্রী তথা বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা( Anushka Sharma)।

টি-২০ অধিনায়কত্ব ছাড়া নিয়ে বিরাট যে বিবৃতি দিয়েছেন, সেই বিবৃতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন, এবং সেখানে একটি হার্ট ইমোজি দেন অভিনেত্রী। আর এতেই স্পষ্ট, যে বিরাট যে সিদ্ধান্ত নিয়েছেন, তাতে পূর্ণ সমর্থন করছেন বলিউড ডিভা।

বৃহস্পতিবারই টি-২০ ক্রিকেট থেকে অধিনায়কত্ব ছাড়ার কথা জানিয়েদেন কোহলি। নিজের সিদ্ধান্তের কথা ফোন করে আগেই বিসিসিআই প্রধান সৌরভ গঙ্গোপাধ্যায়কে জানিয়েছিলেন কোহলি।
আরও পড়ুন:টি-২০ ক্রিকেটে রোহিত শর্মাই উপযুক্ত অধিনায়ক, বললেন মদন লাল








































































































































