‘অন্যরকম দুর্গা’র ছবি এঁকে হুমকির মুখে শিল্পী সনাতন দিন্দা (Sanatan Dinda)। পুজো আসছে। তার আগে বিভিন্ন শিল্পীর কল্পনায় নানা রূপে ধরা দিচ্ছেন উমা। সম্প্রতি ‘মা আসছেন’ শিরোনামে একটি ছবি এঁকেছেন শিল্পী সনাতন দিন্দাও। কিন্তু তা প্রকাশ পেতেই ক্ষুব্ধ নেটিজেনদের একাংশ। সোশ্যাল মিডিয়ায় (Social Media) সমালোচনা করেছেন অনেকেই। আর এর প্রেক্ষিতে সনাতন দিন্দাকে খুনের হুমকি, তাঁর কন্যাকে তুলে নিয়ে যাওয়ার শাসানিও নাকি দেওয়া হয়েছে বলে অভিযোগ।
*কী আছে সেই ছবিতে?*
সেখানে দেখা যাচ্ছে, একজন নারীর মুখ। কপালে ত্রিনয়ন। মুখে নিকাব, মাথা ঢাকা হিজাবে। চারকোল ড্রাই প্যাস্টেলে আঁকা ছবিতে নারী দেবী দুর্গা বলেই মত সবার। আর এই নিয়েই বিরোধিতা।
যদিও এ বিষয়ে শিল্পী সনাতন দিন্দার দাবি, ‘তিনি কোনও দেবী নয়, মায়ের ছবি এঁকেছেন। দেশ কালের গণ্ডি পেরিয়ে তিনি সবার মা। হিজাব-নিকাবটা আলঙ্করিক। ওঠা আবরণ বোঝাতে ব্যবহার হয়েছে। এরপরেই সনাতন অভিযোগ করেছেন, “আমাকে খুনের হুমকি দেওয়া হচ্ছে। আমার মেয়েকে তুলে নিয়ে যাবে বলছে। আমি আতঙ্কিত”। পুলিশে অভিযোগ জানাবেন বলেও ঠিক করেছেন তিনি।
বিজেপি (Bjp) মহিলা মোর্চার ভাইস প্রেসিডেন্ট কেয়া ঘোষ (Keya Ghosh) নিজের ফেসবুক ওয়ালে (Facebook Wall) সনাতনের আঁকা ছবি পোস্ট করে লেখেন,
“শিল্পী (?) সনাতন দিন্দার আঁকা হিজাব পরা মা দুর্গাকে দেখে সত্যিই চমকে উঠেছিলাম। আফগান মহিলাদের জন্য সহমর্মিতা দেখান নিশ্চয়ই, তা বলে মা দুর্গাকে হিজাব পরিয়ে কোটি কোটি হিন্দুর ভাবাবেগে আঘাত করার কোনও অধিকার নেই আপনার”। সনাতনের অভিযোগ, “বিজেপি মহিলা মোর্চার ভাইস প্রেসিডেন্ট এটা নিয়ে অযথা জলঘোলা করেছেন”। তবে, শিল্পীকে হুমকি দেওয়ার বিষয় নিয়ে কেয়ার মত, উনি পুলিশের দ্বারস্থ হোন। এর মধ্যে রাজনীতিকে টেনে আনারও বিরোধী কেয়া।
"Maa Durga in hijab"
By artist Sanatan Dinda. He knows he can get away with it because many intellectual Bengalis are going gaga over it.@Rajput_Ramesh @MODIfiedVikas kindly look into it. @HinduITCell
Fb link- https://t.co/kzPc7ATwKG pic.twitter.com/srSZ7y3Mfj
— Keya Ghosh (@keyakahe) September 14, 2021
তবে সনাতনই প্রথম নন, এর আগে অনেক শিল্পীকে দেব-দেবী অথবা পয়গম্বরদের বিতর্কিত ছবি এঁকে সমালোচনার মুখে পড়তে হয়েছিল। মকবুল ফিদা হুসেনের সরস্বতীর ছবি ঘিরে বিতর্কের জল অনেক দূর গড়ায়। তবে, সনাতনের বিষয় নিয়ে আপাতত দ্বিধাবিভক্ত বাংলা শিল্প-সাহিত্য মহল। শিল্প সৃষ্টির স্বাধীনতা বনাম ধর্মীয় আবেগ- আপাতত এই বিতর্ক চলছেই। বেশির ভাগের মতে, শিল্পীর স্বাধীনতা থাকবে নিশ্চয়ই। কিন্তু সেটা ধর্মীয় ভাবাবেগকে আঘাত না করাই উচিত। কিন্তু এ নিয়ে সনাতন দিন্দাকে হুমকি দেওয়ার বিষয়টির নিন্দা করেছেন সকলে।
আরও পড়ুন:অজানা জ্বরে মালদহ মেডিক্যালে মৃত আরও ২শিশু, রাজ্যজুড়ে বাড়ছে আতঙ্ক