বিশ্বদরবারে আর জি কর হাসপাতালের পয়জন ইনফরমেশন সেন্টারকে স্বীকৃতি দিল WHO

0
2

বাংলার চিকিৎসাব্যবস্থায় নয়া পালক। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে বড়সড় স্বীকৃতি পেল কলকাতা আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল। এখানকার  ‘পয়জন ইনফরমেশন সেন্টার’-কে ডাইরেক্টরি অফ ওয়ার্ল্ড পয়জন সেন্টারের অন্তর্ভুক্ত করল হু। এবার থেকে ওয়ার্ল্ড ডিরেক্টরি অফ পয়জন সেন্টারের তালিকায় নথিভুক্ত করা হল আর জি করের নাম। গতকালই ইমেলে এই স্বীকৃতি দিয়ে সাফল্যের কথা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু(WHO)।

আরও পড়ুন:ছাত্র আন্দোলনে যোগদান, বরখাস্ত অধ্যাপককে ছাঁটাইয়ের পথে বিশ্বভারতী

প্রসঙ্গত, ওয়ার্ল্ড ডিরেক্টরি অফ পয়জন সেন্টার WHO-‌এর অধীনস্থ। WHO-‌এর পক্ষ থেকে মোট ৩৫০ টি সংস্থাকে এই স্বীকৃতি প্রদান করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার থেকে জানানো হচ্ছে, ৩৫০ টি সংস্থাকে এই স্বীকৃতি প্রদান করা হয়েছে তারমধ্যে  আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের ‘পয়জন ইনফরমেশন সেন্টার’ একমাত্র নির্ভেজাল সরকারি হাসপাতাল। ২০১৮ সালে আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে পয়জন ইনফরমেশন সেন্টার তৈরি করা হয়।

হাসপাতালের সাফল্য প্রসঙ্গে পয়জন ইনফরমেশন সেন্টারের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা সোমনাথ দাস জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বীকৃতি দেওয়ার ফলে এই পয়জন ইনফরমেশন সেন্টার থেকে যে তথ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে পাঠানো হবে তা বিশ্বের দরবারে প্রামাণ্য তথ্য হিসেবে স্বীকৃত হবে।

advt 19