সেনাবাহিনীতে আরও এক সম্মান পেলেন মহেন্দ্র সিং ধোনি

0
3

ভারতীয় দলের মেন্টরের পরেই আরও এক সম্মান পেলেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি( Ms Dhoni)। ন্যাশানল ক্যাডেট কর্প (এনসিসি) কেমন কাজ করছে তা দেখার জন্য একটি ১৫ জন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। সেই এনসিসি তদারকি কমিটিতে রয়েছেন ধোনি।

প্রতিরক্ষা মন্ত্রকের তরফে এদিন জানানো হয়, এই তদারকি কমিটির কাজ হচ্ছে এনসিসি-র উন্নতির দিকে নজর দেওয়া। এনসিসি ক্যাডেটদের কী ভাবে আরও কাজের সঙ্গে যুক্ত করা যায় সেই দিকে নজর দেবে এই কমিটি।এর আগে সেনাবাহিনীতে সাম্মানিক ভাবে লেফ্টানেন্ট কর্নেলের দায়িত্ব দেওয়া হয়েছিল ধোনিকে।

এই সম্মান পাওয়ার পরই ধোনির দল চেন্নাই সুপার কিংস সম্মান জানায় ধোনিকে। এদিন তারা সোশ্যাল মিডিয়ায় ধোনির একটি ছবি পোস্ট করে লেখেন,”জাতীয় কাজে নিযুক্ত। এর জন্য বাকি সব কিছু অপেক্ষা করতে পারে।”

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস