প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানের জরিমানায় অন্তর্বর্তী স্থগিতাদেশ

0
2

প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান মানিক ভট্টাচার্যের জরিমানার ওপরে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের।

ভুল প্রশ্নপত্র সংক্রান্ত মামলায় হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান মানিক ভট্টাচার্যকে ব্যক্তিগতভাবে ৩ লক্ষ ৮০ হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছিলেন৷ ওই রায়ের বৈধতা চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আবেদন জানিয়েছে রাজ্য সরকার।চেয়ারম্যানকে জরিমানা দিতে হবে কি’না সে বিষয়ে সিদ্ধান্ত নেবে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ৷ ততদিনের জন্য জারি করা হয়েছে অন্তর্বর্তী স্থগিতাদেশ ৷

একইসঙ্গে এদিনই এক নির্দেশে বলা হয়েছে, ২০১৪ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রশ্নপত্র ভুল সংক্রান্ত মামলায় ১৯ জনকে অবিলম্বে নিয়োগ করতে হবে৷ নিয়োগ সংক্রান্ত রিপোর্ট আদালতে আগামী ১অক্টোবরের মধ্যে জমা দিতে হবে। তারপরেই আদালত চেয়ারম্যানের জরিমানার বিষয়টি বিচার করবেন৷

আরও পড়ুন:জ্ঞানেশ্বরী, করমণ্ডল, ধৌলি সহ ৬ জোড়া এক্সপ্রেস ট্রেন হাওড়া থেকে সরছে শালিমার ও সাঁতরাগাছিতে