ভয়ঙ্কর চিনা মাঞ্জা দৌরাত্ম্যের জেরে কলকাতা পুলিশের নজরদারি বাড়ল। ফল মিললো হাতেনাতে। শুক্রবার বিশ্বকর্মা পুজোর দিনেও চিনা মাঞ্জার ঘাতক হওয়ার কোনও খবর নেই মা উড়ালপুল কিংবা কলকাতায়। তবে সতর্ক প্রশাসন। পার্ক সার্কাস সেভেন পয়েন্টে ড্রোন উড়িয়ে দিনভর চিনা মাঞ্জার দৌরাত্ম কড়া নজরে রেখে ছিলেন পুলিশকর্তারা।
চিনা মাঞ্জা ঘুড়ির সুতোয় দুর্ঘটনা রুখতে ইতিমধ্যেই কলকাতা পুলিশ, ট্রাফিক ও কেএমডিএ একাধিক নিয়েছে। গোটা মা ফ্লাইওভারকে স্ট্যান্ডিং পোল ও ফেন্সিং দিয়ে মুড়ে ফেলা হয়েছে। এদিন দিনভর মা উড়ালপুলে পুলিশি প্রহরা ছিল। জায়গায় জায়গায় নজরদারি চলেছে। ঘাতক চিনা মাঞ্জা থেকে রক্ষা পেতে মা উড়ালপুলে ফেন্সিং তৈরির কাজ প্রায় সম্পন্ন।
আরও পড়ুন- কলকাতার মামলায় কেন দিল্লিতে তলব? ইডি’র বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে অভিষেক-রুজিরা




























































































































