রাজনৈতিক সৌজন্য: মোদিকে জন্মদিনে শুভেচ্ছা অভিষেকের

0
1

রাজনৈতিক সৌজন্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) জন্মদিনে শুভেচ্ছা জানালেন তৃণমূলের (Tmc) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। শুক্রবার, ৭১বছর পূর্ণ করলেন প্রধানমন্ত্রী। নিজের টুইটার হ্যান্ডেল (Twitter Handel) নরেন্দ্র মোদিকে ট্যাগ করে অভিষেক লেখেন,

” মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির জন্মদিনে তাঁকে শুভেচ্ছা! আমি তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করি।”

বরাবরই রাজনৈতিক সৌজন্যে দেখিয়েছেন তৃণমূল সাংসদ। সেই সময় বিরোধীদলে থাকা মুকুল রায়ের অসুস্থ স্ত্রীকে দেখতে হাসপাতালে গিয়েছেন অভিষেক। রাজনৈতিক চ্যালেঞ্জ যাই হোক, ব্যক্তিগতস্তরে কখনও অসম্মান করেনি কাউকে। এদিনও তার ব্যতিক্রম হল না। টুইটে মোদিকে শুভেচ্ছা জানালেন তিনি।

১৯৫০ সালের ১৭ সেপ্টেম্বর নরেন্দ্র মোদির জন্ম। ৭১বছর পূর্ণ করলেন তিনি। একইসঙ্গে আগামী ৭ অক্টোবর প্রশাসক জীবনেরও ২০ বছর পূর্ণ করতে চলেছেন মোদি। বিশেষ দিনে মোদিকে শুভেচ্ছা জানানোয় অভিষেকের রাজনৈতিক সৌজন্যের প্রশংসা করেছেন সকলে।

advt 19