ত্রিপুরায় জঙ্গলরাজ: থানার লকআপে যুবককে পিটিয়ে খুনের প্রতিবাদে ডেপুটেশন তৃণমূলের

0
2

থানার লকআপে যুবককে পিটিয়ে খুনের প্রতিবাদে বৃহস্পতিবার ত্রিপুরা(Tripura) পুলিশের বিরুদ্ধে সরব হল তৃণমূল। মৃতের পরিবারের সঙ্গে দেখা করার পাশাপাশি এদিন প্রাক্তন বিধায়ক সুবল ভৌমিকের(Subal Bhaumik) নেতৃত্বে থানায় গিয়ে ডেপুটেশন জমা দিল তৃণমূলের(TMC) প্রতিনিধি দল।

আরও পড়ুন:আতঙ্ক নয়: অজানা জ্বরের ভাইরাস চিহ্নিত, দ্রুত রিপোর্ট তৈরির নির্দেশ মুখ্যমন্ত্রীর

বিজেপি(BJP) শাসিত ত্রিপুরার মাটিতে আইনের শাসন নেই, এ অভিযোগ শুরু থেকেই করে আসছে তৃণমূল। বারবার বিরোধী নেতৃত্বের ওপর হামলা চালানো হলেও বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ নিতে দেখা যায়নি প্রশাসনকে। যদিও সাধারণ মানুষের উপর পুলিশের নির্যাতন ভয়াবহ রূপ নিয়েছে। সম্প্রতি ত্রিপুরার সোনামূড়ার বলেরঢেপা গ্রামে জামাল হোসেন নামে এক যুবককে অন্যায় ভাবে বাড়ি থেকে মারতে মারতে থানায় নিয়ে আসে পুলিশ। অভিযুক্তের পাশাপাশি তার বৃদ্ধ মা ও স্ত্রীকে প্রচন্ড মারধর করা হয় বলে অভিযোগ। শুধু তাই নয় থানায় এনে ওই যুবককে মারধর করা হয়। পরদিন সকালে পুলিশের তরফে জানানো হয় থানার লকআপে মৃত্যু হয়েছে যুবকের। তবে সেই ঘটনার ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত দোষীদের কাউকে গ্রেফতার করা হয়নি। এরই প্রতিবাদে এদিন মৃতের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করার পাশাপাশি থানায় ডেপুটেশন জমা দিল তৃণমূলের প্রতিনিধি দল যেখানে সুবল ভৌমিক ছাড়াও প্রতিনিধি দলে ছিলেন প্রকাশ দাস, তাপস রায়, ইদ্রিশ মিয়া ও ধ্রুব লাল চৌধুরি প্রমুখ।

advt 19