ফের দেশের দৈনিক সংক্রমণ ৩০ হাজার পার, উদ্বেগ বাড়াচ্ছে মৃত্যু

0
4

গত কয়েকদিন পর ফের বাড়ল দেশের করোনার দৈনিক সংক্রমণ। গত চারদিন আক্রান্তের সংখ্যা ৩০ হাজারের নীচে থাকার পর গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৫৭০ জন। এনিয়ে গোটা অতিমারি পর্বে দেশে মোট আক্রান্ত হলেন ৩ কোটি ৩৩ লক্ষ ৪৭ হাজার ৩২৫ জন।

আরও পড়ুন:“লক্ষ্মীর ভাণ্ডার” প্রকল্পে বরাদ্দ বাড়িয়ে ২০ হাজার কোটি টাকা করতে পারে রাজ্য

উদ্বেগ বাড়িয়ে আক্রান্তের পাশাপাশি বেড়েছে দৈনিক মৃতের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে প্রাণ হারিয়েছেন ৪৩১ জন। গোটা অতিমারি পর্বে মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৪৩ হাজার ৯২৮ জনের।দৈনিক সংক্রমণ বাড়লেও সক্রিয় রোগী কম হওয়ার সংখ্যা অব্যাহতই রয়েছে। দেশে এই মূহুর্তে সক্রিয় রোগী রয়েছেন ৩ লক্ষ ৪২ হাজার ৯২৩ জন।

এখনও দেশের দৈনিক আক্রান্তের শীর্ষে রয়েছে কেরল। গত ২৪ ঘণ্টায় দক্ষিণের এই রাজ্যে আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৬৮১ জন।দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় এখানে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৭৮৩ জন। এরপরই ক্রমান্বয়ে রয়েছে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং কর্নাটক। অন্যদিকে উদ্বেগ বাড়িয়ে মিজোরামে সংক্রমণ বাড়ছে। কোনওভাবেই রাশ টানা যাচ্ছে না উত্তর-পূর্বের এই রাজ্যে।

advt 19