ব্রেকফাস্ট  স্পোর্টস

0
2

১) দলবদলে আবারও চমক দিল এসসি ইস্টবেঙ্গল। তৃতীয় বিদেশী হিসাবে ক্রোয়েশিয়ার ফুটবলার ফ্রাঞ্জো প্রসকে এক বছরের চুক্তিতে সই করাল এসসি ইস্টবেঙ্গল।

২) কলকাতায় সোনার ছেলে নীরজ চোপড়া। বুধবার একটি বেসরকারি সংস্থার তরফে সংবর্ধনা দেওয়া হল টোকিও অলিম্পিক্সে জ্যাভলিনে সোনাজয়ী নীরজকে।

৩) সূচি প্রকাশ হয়ে গিয়েছে আইএসএলের। বেজে গিয়েছে ডার্বির দামামাও। আর সেই প্রস্তুতি এখন দিয়েই শুরু করে দিয়েছেন লাল-হলুদের নতুন কোচ ম্যানুয়েল ডিয়াজ। বললেন, এটা বলতে পারি যে আমরা ডার্বি ম্যাচের জন্য তৈরি থাকব।

৪) সামনেই টি-২০ বিশ্বকাপ। তার আগে খুশির খবর ভারত অধিনায়ক বিরাট কোহলির জন‍্য। আইসিসি টি-২০ ব‍্যাটসম‍্যান র‍্যাঙ্কিং- উন্নতি হল ভারত অধিনায়কের। পঞ্চম স্থান থেকে এক ধাপ উঠে চার নম্বরে এলেন তিনি।

৫) দীর্ঘ পাঁচবছর বাংলাদেশ সফরে যাচ্ছে পাকিস্তান । টি-২০ বিশ্বকাপের পরই বাংলাদেশের বিরুদ্ধে নভেম্বর এবং ডিসেম্বরে দু’টি টেস্ট এবং তিনটি টি-২০ ম্যাচ খেলবে  তারা।

আরও পড়ুন:কেমন যাবে আজকের দিন