অভিনেতা সোনু সুদের বাড়ি ও অফিসে দীর্ঘক্ষণ আয়কর অফিসারদের তল্লাশি

0
2

বুধবার রাতে আচমকা  অভিনেতা সোনু সুদের (Actor sonu sud) বাড়ি ও অফিসে তল্লাশি শুরু করে আয়কর দফতর (Income Tax Raid) । বৃহস্পতিবার সকাল পর্যন্ত সেই তল্লাশি অভিযান নিরন্তর চলছে। অভিনেতার বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ আনা হয়েছে। বুধবার সোনুর অফিস-সহ ছ’টি জায়গায় তল্লাশি চালানো হয়েছে। বৃহস্পতিবার সকালে সোনুর মুম্বইয়ের বাড়িতেও হাজির হয়েছে আয়কর আধিকারিকরা। সোনুর সঙ্গে লখনউয়ের একটি আবাসন সংস্থার সম্পত্তি চুক্তিতেই আপাতত নজর আয়কর অফিসারদের। ওই চুক্তিতে বড় অঙ্কের কর ফাঁকি দিয়েছ দিয়েছেন বলে সোনুর বিরুদ্ধে অভিযোগ।

করোনাকালে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর উদ্যোগ নিয়েছিলেন সোনু। যানবাহনের ব্যবস্থা করে তাঁদের বাড়ি ফিরতে সাহায্য করেছিলেন সোনু। আর সেই থেকেই তিনি সংবাদ শিরোনাম । তার নানা মানবিক উদ্যোগ নিয়ে বারবার সরব হয়েছে সোশ্যাল মিডিয়াগুলি। সম্প্রতি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তাঁর সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকের পর সোনুর রাজনীতিতে যোগ দেওয়া নিয়েও জল্পনা ছড়িয়েছিল। আর তারপরই তাঁর বাড়ি ও অফিসে আয়কর হানায় অনেকেই রাজনীতির গন্ধ পাচ্ছেন। অনেকেই মনে করছেন এটি রাজনৈতিক প্রতিহিংসার ঘটনা এর পিছনে যতটা না বেনিয়ম ও অনিয়মের ব্যাপার আছে, তার থেকেও বেশি রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার অংক রয়েছে। স্বাভাবিকভাবেই এ নিয়ে বিরোধী দল প্রতিবাদে সরব হয়েছে হয়েছে।

 

advt 19