প্রচারে বেরিয়ে ফের মেজাজ হারালেন ভবানীপুর উপনির্বাচনের (Bhabanipur By-Election) বিজেপি (BJP) প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল (Priyanka Tibrewal) আজ, বৃহস্পতিবার সকালে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে ডোর টু ডোর প্রচারে বেরিয়ে ছিলেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। ঢাক-ঢোল পিটিয়ে, ধুনুচি নেচে কোভিড বিধি (Covid Protocal) লঙ্ঘন করে মনোনয়ন জমা দেওয়ার জন্য নির্বাচন কমিশন (EC)ডেকে পাঠিয়ে তাঁকে সতর্ক করে দিয়েছে। তাই এদিন খুব অল্প সংখ্যক কর্মী নিয়ে প্রচারে যান তিনি। এবং যথারীতি স্থানীয়রা মানুষজনের বাধার মুখে পড়ার অভিযোগ তোলেন বিজেপি প্রার্থী।
আরও পড়ুন- যোগীরাজ্যে মৃত্যুর ৪ মাস পর ভ্যাকসিন! রিপোর্ট প্রকাশ্যে আসতেই চক্ষু চড়কগাছ
শুধু তাই নয়, নিরাপত্তার জন্য থাকা পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। তাঁর দাবি, কোভিডবিধি লঙ্ঘনের দায় চাপানোর জন্য ইচ্ছা করে তাঁর প্রচারের সময় ভিড় বাড়াচ্ছে সাদা পোশাকের পুলিশ।
এর আগে গতকাল, বুধবারও একই ঘটনা ঘটে। ওইদিন স্থানীয় বাসিন্দারা প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে দেখে ভবানীপুরের ‘’ঘরের মেয়ে মমতা” ও “জয় বাংলা” স্লোগান দেন। ওইদিনও স্থানীয়দের স্লোগান শুনে মেজাজ হারান প্রিয়াঙ্কা টিবরেওয়াল।