নির্ভয়াকে’ নিয়ে নারীকেন্দ্রিক ছবিতে এই প্রথমবার একসঙ্গে শ্রাবন্তী আর প্রিয়াঙ্কা

0
1

লকডাউন পর্বের মধ্যেই পরিচালক অংশুমান প্রত্যুষ নতুন ছবির শ্যুটিং শুরু করলেন। বুধবার হয়ে গেল তার শুভ মহরত। খানিকটা শুটিংয়ের কাজও এগিয়ে রইল। ছবির নামটি বড়ই অদ্ভুত । ‘ধপ্পা’। ইনস্টাগ্রামে এই ছবির চিত্রনাট্যের একটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী শ্রাবন্তী। শ্রাবন্তী‘ ধপ্পা’ ছবিতে অন্যতম মুখ্য ভূমিকায় রয়েছে। শ্রাবন্তীর সঙ্গে এই ছবিতে রয়েছেন আরেক প্রথম সারির অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার । শ্রাবন্তী এবং প্রিয়াঙ্কা এই প্রথম একসঙ্গে স্ক্রিন শেয়ার করছেন । ছবিটি প্রযোজনা করছে অমৃক । চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন রোহিত সৌম্য।

 

দুই নায়িকাকে নিয়ে সাইকোলজিক্যাল থ্রিলার তৈরি হচ্ছে। দু’জন নারীর মনস্তত্ত্ব নিয়ে আবর্তিত হচ্ছে ছবির গল্প। এই ছবিতে কোনও নায়ক নেই। ‘ধপ্পা’-তে অভিনয়ের অনেকটাই রোগা হতে হচ্ছে শ্রাবন্তীকে। চরিত্রের জন্য টোনড ফিগার তৈরি করতে হবে শ্রাবন্তীকে । এমনটাই কড়া নির্দেশ পরিচালকের । তাই বেশ কড়া ডায়েটে থাকতে হচ্ছে শ্রাবন্তীকে।

 

advt 19