চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকাদের বদলি মামলায় অন্তর্বর্তিকালীন স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। বুধবার আদালত জানিয়ে দিয়েছে, চুক্তিভিত্তিক শিক্ষকদের বদলি করার ক্ষেত্রে রাজ্য সরকারের নির্দিষ্ট কোনও নিয়মকানুন আছে কি না তা জানাতে হবে।
বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে ওই মামলার শুনানি হয়।এই ধরনের সিদ্ধান্তের পিছনে নির্দিষ্ট কোনও নিয়ম আছে কি না তাও জানতে চান বিচারপতি। এ নিয়ে রাজ্য এবং আবেদনকারীকে হলফনামা জমা দিতে বলেছে আদালত। এর মধ্যে অবশ্য ৩০ নভেম্বর পর্যন্ত শিক্ষিকাদের বদলির নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছেন বিচারপতি। ওই মামলার পরবর্তী শুনানি ১৫ নভেম্বর।
এই বিষয়ে রাজ্যের বক্তব্য, যে কোনও সরকারি চাকরিতেই বদলি করাটা রুটিন নিয়মের মধ্যে পড়ে।এই বদলি কারও পছন্দ হতে পারে, আবার কারও নাও হতে পারে।
আরও পড়ুন- ঠেলার নাম বাবাজি: দীর্ঘ ঘুমের পর বিজেপির হঠাৎ সক্রিয়তাকে কটাক্ষ কুণালের
সপ্তাহখানেক আগে বদলির প্রতিবাদে বিকাশ ভবনের সামনে বিক্ষোভ দেখান আন্দোলনকারী পাঁচ শিক্ষিকা। পুলিশ তাঁদের বাধা দিলে আচমকাই বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন তাঁরা। তাঁরা অসুস্থ হয়ে পড়লে তাদের দ্রুত হাসপাতালে ভর্তি করে পুলিশ। সেই দলে ছিলেন হুগলির একটি বিদ্যালয়ে চুক্তিভিত্তিক ভোকেশনাল বিভাগের শিক্ষিকা অণিমা নাথ।চলতি বছরের ১৯ অগস্ট তাঁকে হুগলি থেকে মালদহে বদলির নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে মামলা করেন অণিমা।সেই মামলার শুনানিতে বুধবার হাইকোর্ট এই নির্দেশ দিয়েছে।


































































































































