বুমরাহের প্রশংসায় গাভস্কর

0
3

যশপ্রীত বুমরাহের(Jasprit Bumrah) খেলায় মন ভরেছে ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভস্করের(Sunil Gavaskar)। ভারত-ইংল‍্যান্ড( india-england) টেস্ট ম‍্যাচের সিরিজে নিজের পারফরম্যান্স দিয়ে দলকে সাহায্য করেছেন যশপ্রীত। প্রথম টেস্ট ৯ উইকেটের পাশাপাশি লর্ডস এবং ওভালেও তাঁর নেওয়া উইকেট দলকে সাহায্য করেছে। বুমরার ছন্দ দেখে গাভাস্করের মত, বিরাট কোহলির দলের সবচেয়ে ভরসাযোগ্য ক্রিকেটারই হলে বুমরাহ। ভারতীয় পেসারের দ্রুত উন্নতি দেখে খুশি গাভস্কর।

তিনি বলেন,”খুব বুদ্ধিমান বোলার বুমরাহ। সব সময় আগের দিনের চেয়ে উন্নতি করতে চায় ও। সেটা বোলিংয়ে হোক বা ব্যাটিংয়ে। কী দারুণ ভাবে নিজেকে মেলে ধরল ও। বিশেষ করে ব্যাট করার সময়। ফিল্ডার হিসেবেও উন্নতি করেছে বুমরাহ। ও এমন এক জন ক্রিকেটার যাকে বিশ্বাস করা যায়। বুমরাহকে যে কোনও পরিস্থিতিতে ভরসা করা যায়।”

আরও পড়ুন:চ‍্যাম্পিয়ন্স লিগের প্রথম ম‍্যাচেই বায়ার্নে কাছে হার বার্সেলোনার