যেমন কথা, তেমন কাজ। একুশের ভোটের (West Bengal Assembly Election 2021) আগে তৃণমূল (TMC) নেতৃত্ব প্রচারে প্রতিশ্রুতি দিয়েছিল, ক্ষমতায় আসার পর ‘‘দুয়ারে রেশন’’ (Duare Ration) প্রকল্প চালু হবে। অর্থাৎ, রেশন দোকানে গিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আপনাকে আর রেশন তুলতে হবে না। এবার সেই প্রতিশ্রুতি রাখতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার (Mamata Banerjee)। আজ বুধবার থেকে রাজ্যে ‘‘দুয়ারে রেশন’’ প্রকল্প পরীক্ষামূলকভাবে শুরু হচ্ছে।
খাদ্য দফতর (West Bengal Food Department) সূত্রে জানা গিয়েছে, প্রাথমিকভাবে এই পাইলট প্রকল্পের আওতায় ১৫ শতাংশ রেশন ডিলারকে আনা হবে। সেই অনুযায়ী, রাজ্যের ২০ হাজারের বেশি রেশন ডিলারের মধ্যে ৩২০০ জনকে পাইলট প্রকল্পের আওতায় আনা হয়েছে। এই সমস্ত ডিলারদের ৭৫ টাকা অতিরিক্ত কমিশন দেওয়া হবে বলে খাদ্য দফতর জানিয়েছে। সপ্তাহে চারদিন, মঙ্গল থেকে শুক্রবার পর্যন্ত দুয়ারে রেশন চালিয়ে শুধু শনিবার রেশন দোকান খোলা রাখতে বলেছে দফতর।
জানা গিয়েছে, বিধিবদ্ধ রেশন এলাকার আওতায় থাকা সাব এরিয়া ও সংশোধিত রেশন এলাকায় ব্লক-পুরসভা ভিত্তিতে ১৫ শতাংশ রেশন ডিলারকে চিহ্নিত করা হয়েছে। ওই রেশন ডিলাররা গ্রাহকদের বাড়িতে গিয়ে খাদ্যদ্রব্য সরবরাহ করবেন। যেহেতু চলতি মাসের মাঝামাঝি সময় থেকে পাইলট প্রকল্পটি শুরু হচ্ছে, তাই আগেই অনেক গ্রাহক দোকান থেকে ইতিমধ্যেই রেশন সংগ্রহ করে নিয়েছেন। যে গ্রাহকরা এখনও রেশন সংগ্রহ করেননি, সেপ্টেম্বরে তাঁদের বাড়িতে ডিলাররা যাবেন। অক্টোবর থেকে আরও বেশি সংখ্যক ডিলারকে পাইলট প্রকল্পের আওতায় এনে নভেম্বর থেকে পুরোপুরি প্রকল্পটি সার্বিকভাবে চালু করতে চায় খাদ্য দফতর।
আরও পড়ুন:কাবুলে এক বাঙালি ওষুধ ব্যবসায়ীকে অপহরণ করল তালিবান