১) দলগঠনে একের পর এক চমক দিয়েই চলেছে এসসি ইস্টবেঙ্গল। মঙ্গলবার দ্বিতীয় বিদেশী ঘোষণা করে ফেলল তারা। অস্ট্রেলিয়ার ডিফেন্ডার টমিস্লাভ মর্সেলাকে এক বছরের চুক্তিতে সই করাল ইস্টবেঙ্গল।

২) সব ধরণের ক্রিকেট থেকে অবসর নিলেন লাসিথ মালিঙ্গা। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন সেকথা। আইপিএল থেকে আগেই অবসর নিয়েছিলেন শ্রীলঙ্কার এই বোলার।
৩) করোনার যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে নাইটদের বিরুদ্ধে নীল জার্সি পড়ে নামবে আরসিবি।
৪) রবি শাস্ত্রীর অবসরের পর প্রাক্তন ভারতীয় অধিনায়ক রাহুল দ্রাবিড় হতে পারেন টিম ইন্ডিয়ার নয়া হেড কোচ। এমনটাই ইঙ্গিত দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
৫) আগামী বছর থেকে হতে চলেছে দশ দলের আইপিএল। আর তার জন্যই আগামী ১৭ অক্টোবর এই দুই নয়া দলের নিলামের বিড করা হতে পারে। আর এই বিডিং সংক্রান্ত যাবতীয় আলোচনা চলবে আগামী ২১ সেপ্টেম্বর অবধি।
আরও পড়ুন:কেমন যাবে আজকের দিন









































































































































