চ‍্যাম্পিয়ন্স লিগের প্রথম ম‍্যাচেই বায়ার্নে কাছে হার বার্সেলোনার

0
4

উয়েফা চ‍্যাম্পিয়ন্স লিগের ( uefa champions league)প্রথম ম‍্যাচেই হার বার্সেলোনার( Barcelona)। মঙ্গলবার রাতে ঘরের মাঠে বায়ার্ন মিউনিখের (bayern munich) কাছে ০-৩ গোলে হারল তারা। প্রথম ম‍্যাচ থেকেই লিওনেল মেসির অভাব হারে হারে টের পেল বার্সা।

ম‍্যাচে এদিন দুই ডাচ স্ট্রাইকারকে সামনে রেখে খেলতে নেমেছিল বার্সা। কিন্তু মেমফিস দেপাই বা লুক ডি হংয়ের পক্ষে জার্মান রক্ষণ ভাঙা সম্ভব হয়নি। পাল্টা আক্রমণ চালায় টমাস মুলাররা। যার ফলে ম‍্যাচে ৩৪ মিনিটে গোল পেয়ে যায় বায়ার্ন। টমাস মুলারের শট এরিক গার্সিয়ার গায়ে লেগে ঢুকে যায়। ম‍্যাচের ৫৬ মিনিটে দ্বিতীয় গোলটি পায় বায়ার্ন। বায়ার্নের হয়ে দ্বিতীয় গোলটি করেন রবার্ট লেওয়ানডস্কি। ম‍্যাচের ৮৫ মিনিটে নিজের দ্বিতীয় এবং তৃতীয় গোলটি করেন লেওয়ানডস্কি।

এদিকে অন্য ম্যাচে জয় পেয়েছে চেলসি। লুকাকুর গোলে জেনিত সেন্ট পিটার্সবার্গকে হারিয়ে দেয় গত বারের চ্যাম্পিয়নরা।

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস