দলগঠনে চমক এসসি ইস্টবেঙ্গলের, অস্ট্রেলিয়ার টমিস্লাভ মর্সেলাকে সই করাল তারা

0
1

দলগঠনে একের পর এক চমক দিয়েই চলেছে এসসি ইস্টবেঙ্গল( Sc EastBengal)। আমির ডেরভিসেভিচের পর এবার মঙ্গলবার দ্বিতীয় বিদেশী ঘোষণা করে ফেলল তারা। অস্ট্রেলিয়ার ডিফেন্ডার টমিস্লাভ মর্সেলাকে এক বছরের চুক্তিতে সই করাল ইস্টবেঙ্গল ম‍্যানেজমেন্ট। সেই খবর নিজেদের সোশ্যাল মিডিয়ায় জানাল তারা।

মঙ্গলবার এসসি ইস্টবেঙ্গল নিজেদের সোশ্যাল মিডিয়ায় জানাল, ৩০ বছরের অজি ডিফেন্ডার টমিস্লাভ মর্সেলাকে সই করাল তারা।

ক্রোয়েশিয়া-জাত, তবে পার্থে জন্মানোর জেরে তিনি অস্ট্রেলিয়ার দেশবাসী। গত মরশুমে তিনি খেলেছেন অস্ট্রেলিয়ান এ লিগে পার্থ গ্লোরির হয়ে। অস্ট্রেলিয়া ছাড়াও খেলেছেন দক্ষিণ কোরিয়া ও ক্রোয়েশিয়ার প্রথম ডিভিশনেও। ৬.৩ ফুটের এই ডিফেন্ডার নিঃসন্দেহে ইস্টবেঙ্গলের রক্ষণকে বড় ভরসা দিতে চলেছেন। যা গতবারের সব থেকে বড় দূর্বলতা ছিল লাল-হলুদ ব্রিগেডের জন্য।

লাল-হলুদে সই করে টমিস্লাভ মর্সেলা বলেন,” আমি ভিষন খুশি ইস্টবেঙ্গলে সই করে। আমর বন্ধুরা যারা ভারতে খেলেন, তাদের থেকে খোজ খবর নিয়েছি। জানি এই ক্লাবের একটি ঐতিহ্য আছে। এই ক্লাবের জন‍্য যেরকম ভালো হবে সেরকম খেলতে চাই। আমি মুখিয়ে আছি মাঠে নামতে।”

আরও পড়ুন:করোনার যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে নাইটদের বিরুদ্ধে নীল জার্সি পড়ে নামবে আরসিবি