স্ত্রী থাকতেও প্রেমের টোপ দিয়ে একের পর এক তরুণীকে ধর্ষণ ও খুনের অভিযোগে এক রংমিস্ত্রিকে পুলিশ গ্রেফতার করেছে। রবিবার শিলিগুড়ির মাটিগাড়া থানা এলাকার ঘটনা। ধৃতের নাম মহম্মদ আখতার। বাড়ি ওই এলাকাতেই। অভিযোগ, চার মাস আগে এক তরুণীকে ফুঁসলে কয়েকমাস ধরে লাগাতার শারীরিক অত্যাচার চালায় আখতার। বিষয়টি জানাজানি হলে আখতারের স্ত্রী আপত্তি করেন। তার পরে একদিন ওই তরুণীকে ডেকে মাটিগাড়ার শুটকি মাছের গুদামের পাশে মদ খাইয়ে ধর্ষণের পরে গলা টিপে মেরে সেখানে ঝোপের মধ্যে গর্ত খুঁড়ে পুঁতে দেয়।
এর পরে মাটিগাড়ার আরেক মহিলাকে প্রেমের টোপ দিয়ে একই কায়দায় ধর্ষণের পরে খুন করে আখতার বলে অভিযোগ। দ্বিতীয়বারে নিহত মহিলার স্বামীর অভিযোগের ভিত্তিতে আখতার গ্রেফতার হয়। এর পরে জেরা করে পুলিশ জানতে পারে, চার মাস আগে তরুণীকে খুন করে পুঁতে রাখার ঘটনা। রবিবার পুলিশ শুটকি গুদামের পাশে গিয়ে মাটি খুঁড়ে কম্বল চাপা দেওয়া কঙ্কাল উদ্ধার করে। নিহতের মা দেহের জামাকাপড় দেখে শনাক্ত করেন।