রাজ্যের নতুন অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়

0
2

কিশোর দত্ত (Kishor Dutta) পদত্যাগ করায় তার জায়গায় রাজ্যের নতুন অ্যাডভোকেট জেনারেল হলেন সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় (Soumendranath Mukherjee)। ব্যক্তিগত কারণে মঙ্গলবারই ওই পদে ইস্তফা দেন কিশোর দত্ত। সে কথা টুইট করে জানান রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankar)। পরে তিনিই  নতুন অ্যাডভোকেট জেনারেলে নাম জানান।

https://twitter.com/jdhankhar1/status/1437717073287778304?s=08

প্রবীণ আইনজীবী সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় তাঁর ডাকনাম গোপাল মুখোপাধ্যায় বলেই বেশি পরিচিত। লন্ডন থেকে ব্যারিস্টার হয়ে তিনি কলকাতা হাইকোর্টে প্র্যাকটিস শুরু করেন। সংবিধানের ১৬৫ (১) ধারা অনুযায়ী তাঁকে নিয়োগ করেন রাজ্যপাল।

আরও পড়ুন- সুস্মিতা দেবকে রাজ্যসভার প্রার্থী করল তৃণমূল, উত্তর-পূর্ব নিয়ে নেত্রীর লক্ষ্য স্পষ্ট: সুস্মিতা

advt 19