১৪ সেপ্টেম্বর দেশজুড়ে হিন্দি দিবস পালিত হয়। প্রতিবছরের মতো এবছরেও হিন্দি দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এ বছর হিন্দি ভাষায় দেশবাসীকে শুভেচ্ছা জানান তিনি। অপরদিকে হিন্দি দিবসের শুভেচ্ছাবার্তা জানান তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

আরও পড়ুন:তালিবানকে ৬৪ মিলিয়ন ডলার সাহায্য ঘোষণা আমেরিকার
মঙ্গলবার হিন্দি দিবসের শুভেচ্ছাবার্তায় মমতা লেখেন , ‘হিন্দি দিবস উপলক্ষে সমস্ত দেশবাসী এবং হিন্দিভাষার উন্নতিসাধনে যে সমস্ত ভাষাবিদ নিরন্তর কাজ করে চলেছেন, তাঁদের প্রত্যেককে আমার শুভেচ্ছা।’প্রসঙ্গত সামনেই ভবানীপুর উপনির্বাচন। তাই বাংলার মুখ্যমন্ত্রীর হিন্দি টুইট যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। এর আগে গণেশ চতুর্থীর শুভেচ্ছাও মমতা জানিয়েছিলেন হিন্দি হরফে।যদিও শুধু হিন্দি নয়, মমতার নেতৃত্বাধীন সরকার উর্দু, গুরুমুখি, অলচিকি, রাজবংশী ভাষার উন্নতিতেও সমান গুরুত্ব দিয়েছে। বক্তৃতার মঞ্চেও বহুবার হিন্দিতে কথা বলেন মমতা।































































































































