সকাল থেকেই ঘন কালো মেঘে মুখ ঢেকেছে আকাশ। সোমবারেই বঙ্গোপসাগরের নিম্নচাপ পরিণত হয়েছে গভীর নিম্নচাপে। মঙ্গলবারও দক্ষিণবঙ্গে বৃষ্টির পাশাপাশি ৭০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে রাজ্যের উপকূলবর্তী এলাকাগুলিতে। এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।দক্ষিণবঙ্গের  তিন জেলায় আজও কমলা সতর্কতা জারি রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ভারী থেকে অতিমারী বৃষ্টিতে ভাসবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া। এছাড়াও রাজ্যের উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে ।
সোমবার  উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ আরও শক্তিবৃদ্ধি করে ওড়িশার দিকে ধাবিত হচ্ছে।ফলে ঘণ্টায় ৫ কিলোমিটার গতিবেগে বঙ্গোপসাগরের উত্তর এবং উত্তর-পূর্ব উপকূলের দিকে তা এগিয়ে এসেছে অনেকটাই।যার জেরে গতকালের মতো আজও দফায় ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। নিম্নচাপের জেরে আজও উত্তাল থাকবে সমুদ্র তাই পর্যটকদের সমুদ্রে নামতে প্রশাসনের তরফে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ইতিমধ্যেই মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দফতর। সতর্কতা জারি রাখতে জায়গায় জায়গায় চলছে মাইকিং।
 টানা বৃষ্টিতে অনেকটাই কমেছে তাপমাত্রা। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯.৭ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে  ৩ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস।

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 





























































































































